স্ত্রী’কে নিয়ে ‘মুকাবিলা’ গানে নাচলেন ওয়ার্নার, চ্যালেঞ্জ ছুঁড়লেন শিল্পা শেঠিকে (ভিডিওসহ)

দুর্দান্ত ইনিংস খেলে বহুবার ক্রিকেটপ্রে’মীদের প্রশংসা কুড়িয়েছেন অস্ট্রেলিয়ার বি’স্ফো’রক ওপেনার ডেভিড ওয়ার্নার।
এবার নাচের জন্যও প্রশংসায় ভাসছেন তিনি।




ভা’রতের প্রতি অগাধ টান রয়েছে ওয়ার্নারের। তাই দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের মতো নিজের মে’য়ের নাম রেখেছেন ইন্ডি। সাবেক প্রোটিয়া ক্রিকেটারের মে’য়ের নাম ইন্ডিয়া। মাঝেমধ্যেই এ দেশের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেন অজি ক্রিকেটার। গেল রোববার (১৭ মে) ফের করলেন তিনি।




ওয়ার্নার এবার স্ত্রী’ ক্যান্ডিস ও মে’য়ে ইন্ডির সঙ্গে পা মেলালেন ভা’রতীয় ড্যান্স মাস্টার প্রভু দেবার বিখ্যাত গান ‘মুকাবিলায়’। ৯০ দশকের তুমুল জনপ্রিয় গানটির সুর-তাল-লয়ে সপরিবারে নেচেছেন ওয়ার্নার। সেটি ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।




ভিডিওটি দেখতে ক্লিক করুন
ইন্টারনেটে মুহূর্তেই তা ভাই’রাল হয়ে গেছে। ভিডিওটি বলিউড কুইন শিল্পা শেঠিকে ট্যাগ করেছেন ওয়ার্নার। সেইসঙ্গে দর্শকদের কাছে জানতে চেয়েছেন, কার বেশি ভালো মুভ হয়েছে।




তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস।
The post স্ত্রী’কে নিয়ে ‘মুকাবিলা’ গানে নাচলেন ওয়ার্নার, চ্যালেঞ্জ ছুঁড়লেন শিল্পা শেঠিকে (ভিডিওসহ) appeared first on PksrNews.