শোকের ছায়া বরুণ ধাওয়ানের পরিবারে


বলিউডে আবারও শোকের ছায়া। মা’রা গেলেন অ’ভিনেতা বরুণ ধাওয়ানের খালা। তার মৃ’ত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন ´বদ্রি কা দুলহানিয়া´ খ্যাত নায়ক। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শ্যেয়ার করে মৃ’ত্যুর খবরটি নিশ্চিত করেছেন অ’ভিনেতা নিজেই।




এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরুণ লিখেছিলেন, তার কাছের এক আত্মীয় করো’নায় আ’ক্রান্ত। যদিও অ’ভিনেতার খালার কি কারণে মৃ’ত্যু হয়েছে সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি তিনি। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তোমাকে খুব ভালোবাসি খালা।




বরুণের খালার মৃ’ত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানাচ্ছেন বলিউডের প্রথম সারির তারকারা। এ তালিকায় রয়েছেন- সোনাম কাপুর, মৌনি রায়, নুসরাত ভা’রুচা, সোফি চৌধুরী সহ অনেকেই।




সোনাম কাপুর লিখেছেন, দুঃখিত বরুণ! অন্যদিকে সোফি লিখেছেন, তোমা’র এই ক্ষতির জন্য ক্ষমা করো। পরিবারের প্রতি অনেক ভালোবাসা ও সমবেদনা। তার আত্মা’র শান্তি কামনা করি।




এদিকে লকডাউন শুরুর আগে ´কুলি নাম্বার ওয়ান´ ছবির কাজ শেষ করেন বরুণ ধাওয়ান। এতে তার বিপরীতে অ’ভিনয় করেন সাইফ কন্যা সারা আলী খান। ছবিটি পরিচালনা করেন অ’ভিনেতার বাবা ডেভিড ধাওয়ান।