Uncategorized

প্রেমের টানে ঢাকায় ছুটে এলো মিরপুরের তরুনী!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয়, তারপর প্রেম। সেই প্রেমের টানেই সুদূর মিরপুর থেকে ঢাকায় ছুটে এসেছে সাদিয়া নামের এক তরুনী।

সাদিয়া মিরপুরের একটি স্থানীয় কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করে। যার টানে সাদিয়া ঢাকায় ছুটে এসেছে, তার নাম ফজলু। সে ঢাকার শান্তিবাগ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রংমিস্ত্রী।

জানা গেছে, ২০১৩ সালে ফেইসবুকে সাদিয়াকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলো ফজলু। এরপর ফজলু বহুবার সাদিয়ার ইনবক্সে নক করলেও সাদিয়া কোনো সাড়া দেয়নি।

দীর্ঘদিন ঝুলিয়ে রাখার পর সপ্তাহখানেক আগে হঠাৎ ফজলুর রিকুয়েস্ট এক্সেপ্ট করে সাদিয়া। তারপর এতোদিন যাবৎ তাকে পাঠানো ফজলুর ম্যাসেজগুলো পড়তে শুরু করে সে। সেগুলো পড়তে পড়তেই ফজলুর প্রেমে পরে যায় সাদিয়া।

ফ্রী-তে নেটফ্লিক্সের সকল মুভি ও সিরিজ দেখুন এখানে

অতঃপর লকডাউন উপেক্ষা করে, পরিবার ও সমাজের সকল নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রেমিকের চেহারা দেখতে ঢাকায় ছুটে এসেছে সাদিয়া।

সাদিয়া ও ফজলু এখন রমনা পার্কের একটা গাছের গোড়ায় বসে বাদাম খাচ্ছে। সাদিয়া কতোক্ষণ ঢাকায় অবস্থান করবে, সে ব্যপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close
%d bloggers like this: