পাপিয়ার বি’রুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ


যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বি’রুদ্ধে অ’স্ত্র আইনে করা মা’মলার সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (৩১ আগস্ট)।








গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আ’দালতে মা’মলার ত’দন্ত কর্মক’র্তা র্যা’বের উপপরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলানগর থা’নার অ’স্ত্র আইনে করা মা’মলায় তাদের বি’রুদ্ধে অ’ভিযোগপত্র দাখিল করেন। সেখানে ১২ জনকে সাক্ষী করা হয়।








এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শেরেবাংলানগর থা’নার অ’স্ত্র মা’মলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে পাঁচ দিন করে ১০ দিনের রি’মান্ড মঞ্জুর করেন। পরে ১০ মা’র্চ একই মা’মলায় ফের দুজনকে পাঁচ দিন করে ১০ দিনের রি’মান্ড মঞ্জুর করেন।








২৩ ফেব্রুয়ারি ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে পাপিয়া দম্পতির দুটি ফ্ল্যাটে অ’ভিযান চালিয়ে একটি বিদেশি পি’স্তল, দুটি পি’স্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড পি’স্তলের গু’লি, পাঁচ বোতল বিদেশি ম’দ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জ’ব্দ করে র্যা’ব।







