জেল হতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ায় করোনা ছড়িয়েছেঃ হাছান মাসুদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জনগণকে ঘরে থাকার আহ্বান জানানোর দিন বেগম খালেদা জিয়া মুক্তি লাভ করেন। কিন্তু বিএনপি যে নানা ধরনের দোষ-ত্রুটি খোঁজার চেষ্টা করছে, সেদিন যে ঢাকা শহরে হাজার হাজার লোকজনের জমায়েত তারা করেছে। সেই
জমায়েত থেকে ইতিমধ্যে একজন সাংবাদিক আ’ক্রা’ন্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, সুতরাং যেখানে একজন সাংবাদিক আ’ক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেখানে এই সমাবেশ থেকে আরও কত শত মানুষ আ’ক্রান্ত হয়েছে তার কোনো ঠিক-ঠিকানা নেই।
বিএনপির ভাইরাস নিয়ে কোনো মন্তব্য করা অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনষ্ঠান বাতিল করেছিলেন, সেখানে ২৫ মার্চ ঢাকা শহরে রীতিমতো সমাবেশ করল বিএনপি। সুতরাং এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজ, এই দায়িত্বহীন
আচরণ যারা করেন তাদের এই ক’রো’না’ভা’ইরাসের সং’ক্র’মণে সরকারের দোষ-ত্রুটি নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই।
সাংবাদিকদের কারও ক’রো’না ভাইরাস পরীক্ষার প্রয়োজন হলে তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কোনো সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয়, তারা যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বি’ষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহের জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী এই বিপদের দিনে সুখবর দিলেন কর্মহীন মানুষদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যাদের আয়-উপার্জনের পথ নাই, তাদের জন্যও আম’রা কিছু নগদ আর্থিক সহায়তা ঈদের আগে দিতে চাই। অ’ন্তত পক্ষে রোজা বা ঈদের সময় তারা যেনো কিছু সহযোগিতা পায়। সেই ব্যব’স্থাটা আম’রা করবো। যাতে মানুষের খাদ্য নি’রাপত্তা নি’শ্চিত হয়।
আজ সোমবার সকাল ১১টায় করো’না প’রিস্থিতি নিয়ে গণভবন থেকে রংপুর বিভাগের জে’লাগুলোর ঊর্ধ্বতন ক’র্মকর্তাদের স’ঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমা’র অনুরো’ধ থাকবে, বিনা কারণে ঘরের বাইরে যাওয়া, অনেক সময় দেখি আমাদের অনেক ছেলেরা এখানে-ওখানে বসে গালগল্প, আড্ডা মা’রা, এগুলো সব ব’ন্ধ ক’রতে হবে। কারণ কার মধ্যে
এই রো’গটা বা জী’বাণুটা আছে আপনি জা’নেন না। সেখান থেকে সংক্রামিত হতে পারেন এবং যেটা অনেক সময় মৃ’ত্যুর কারণ ঘটতে পারে। সে জন্য নিজেকে আপনারা সুরক্ষিত রাখার জন্য স্বা’স্থ্যবিধি মেনে চলবেন।’
তিনি বলেন, ‘সবাইকে সুরক্ষিত করবার জন্য সরঞ্জামের কোনো অভাব আমাদের নাই। সেগুলো আম’রা যেমন বাইরে থেকে আনছি, অনেকে আমাদের অনুদান দিচ্ছে, আবার আম’রা এখানে নিজে’রাও তৈরি করছ, সেভাবে আম’রা কাজ করে যাচ্ছি। আমি এটুকু বলবো, আমাদের মিডিয়াক’র্মী সহ যারা আছেন, তারাও কিন্তু
নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। ইতোমধ্যে কয়েকজন মিডিয়াক’র্মী ও আমি দেখেছি তারাও আক্রা’ন্ত হয়েছে। এ জন্য সবাইকে সুরক্ষিত থাকার জন্য অনুরো’ধ জা’নাচ্ছি।’
সে পর্যন্ত সীমিত আ’কারে রেলও আম’রা চালু করে দিয়েছি। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই আম’রা বেশি লোকসমাগম না করেও কিন্তু এগুলো যাতে চালু হয়, সেই ব্যব’স্থা নিয়েছি। … আয়-উপার্জনের পথ নাই, তাদের জন্যও আম’রা কিছু নগদ আর্থিক সহায়তা ঈদের আগে দিতে চাই। অ’ন্তত পক্ষে রোজা বা ঈদের সময় তারা যেনো কিছু সহযোগিতা পায়। সেই ব্যব’স্থাটা আম’রা করবো। যাতে মানুষের খাদ্য নি’রাপত্তা নি’শ্চিত হয়’, বলেন তিনি