Uncategorized

এবার ৫৭ বছর বয়সী নায়কের নায়িকা তামান্না

তামান্না ভাটিয়া। ভারতের দক্ষিণী সিনেমার হার্টথ্রব অভিনেত্রীদের একজন।ইতোমধ্যে সমবয়সি প্রথম সারির নায়ক রাম চরণ, আল্লু অর্জুনসহ অনেকের সঙ্গেই যেমন রোমান্স করেছেন এ অভিনেত্রী। বলিউডে অক্ষয় কুমার ও অজয় দেবগনের বিপরীতেও তাকে দেখা গেছে।

কিন্তু এবার নিজের চেয়ে ২৯ বছরের বড় ৫৭ বছর বয়সী নায়ক ভেঙ্কটেশ দাগ্গুবতির সঙ্গে রোমান্স করবেন তামান্না। প্রযোজক অনিল রাভিপুডি নির্মাণ করছেন ‘এফ টু’ নামে সিনেমা। এতেই জুটি বাঁধবেন তারা।

বহুল প্রতীক্ষিত এ সিনেমার শুটিং আগামী এপ্রিল মাসে শুরু হবে। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

এর আগে শ্রিয়া সরণ, কাজল আগারওয়ালের মতো নায়িকা এমন সিনিয়র শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় রোমান্স করেছেন। এবার এ তালিকায় যুক্ত হলেন তামান্না ভাটিয়া।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্কেচ’। গত ১২ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। এতে মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। ‘কুইন ওয়ান্স এগেইন’, ‘এবিসি’সহ তামিল ও হিন্দি ভাষার বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close
%d bloggers like this: