এক স্যারের ওপর ক্রাশ খেয়েছিলাম: মিম


জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর নাটক, বিজ্ঞাপণ ও সিনেমায় সমান জনপ্রিয়তা পেয়েছেন। করোনার জন্য ইদানিং কাজ কমিয়ে দিয়েছেন তিনি। ঢাকার বাইরে করোনার প্রকোপ কমা থাকায় সেদিকেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।








এ বিষয়ে মিম বলেন, ‘কিছুদিন আগে নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসের শেষ দিকে ঢাকার বাইরে সিনেমার কাজ শুরু হবে। করোনার প্রকোপ আবার বাড়ছে, তাই কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। ঢাকায় করোনা পরিস্থিতি ভয়াবহ। তবে ঢাকার বাইরে করোনার প্রকোপ কিছুটা কম। নতুন এই সিনেমার কাজ হবে ঢাকার বাইরে। তাই এতে রাজি হয়েছি।’








তবে সিনেমার নাম ও গল্প সম্পর্কে কিছু জানায়নি মিম। এমনকি নতুন সিনেমার নায়ক কে তাও বলেননি তিনি। তিনি বলেন, অল্প কিছুদিন অপেক্ষা করলেই সব জানা যাবে।’








বিয়ে করছেন কবে? উত্তরে মিম বলেন, ২০২০…না না! ২০২২ সালের মধ্যে বিয়ে করব। সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছি।








পছন্দের কেউ কি আছে, নাকি পরিবারের পছন্দে বিয়ে করবেন? ‘নিজের ও পরিবারের পছন্দে বিয়ে করব। এখনই বিষয়গুলো সামনে আনতে চাই না। সময় হোক সব বলব,’ বললেন বিদ্যা সিনহা মিম।








কখনো কারও ওপর ‘ক্রাশ খেয়েছেন’ কিনা? উত্তরে মিম বলেন, ক্লাস সেভেন-এইটে পড়ার সময় এক স্যারের ওপর ক্রাশ খেয়েছিলাম।